ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান নতুন এ শাখার উদ্বোধন করেন।

ব্যাংকিং সেবা সম্প্রসারণের ধারাবাহিকতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি ঢাকার গুলশান-২ এর ডরিন টাওয়ারে তাদের গুলশান নর্থ শাখার উদ্বোধন করেছে।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান নতুন এ শাখার উদ্বোধন করেন।
ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী, ব্যাংকের অন্যান্য পরিচালক, ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মো. হাকিমুজ্জামান ট্রাস্ট ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি ও ব্যাংকিং খাতে উদ্ভাবনী সেবার প্রশংসা করেন।
তিনি বলেন, “ট্রাস্ট ব্যাংক সারাদেশে নির্ভরযোগ্য, গ্রাহকবান্ধব ও ডিজিটাল ব্যাংকিং সেবা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নতুন এই শাখার উদ্বোধনের মাধ্যমে ব্যাংক জনগণকে সেবা দিতে আরও সক্ষম হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।”
Newspaper: bdnews24.com