trust-bank-meghna-bank-sign-deal-to-boost-digital-banking-services

ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ট্রাস্ট ব্যাংক পিএলসি ও মেঘনা ব্যাংক পিএলসি একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে ট্রাস্ট মানি অ্যাপের ৪ লক্ষাধিক ব্যবহারকারী ও মেঘনা পে গ্রাহকেরা সহজে Fund Transfer ও Add Money সুবিধা উপভোগ করতে পারবেন। 

ট্রাস্ট ব্যাংকের এবং মেঘনা ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা বৃদ্ধির জন্য চুক্তি স্বাক্ষর

চুক্তিটি বিনিময় করেন ট্রাস্ট ব্যাংক পিএলসি-র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ কামাল হোসেন সরকার এবং মেঘনা ব্যাংক পিএলসি-র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও (সিসি) মোঃ সাদেকুর রহমান, যেখানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Newspaper : sharebazarnews