বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি গত ১১ সেপ্টেম্বর ২০২৫ রাঙামাটির সিআইপিডি, টিটিসি রোডে এসআইসিআইপি (SICIP) প্রকল্পের আওতায় এক মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাবা হুসনে আরা শিখা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ডেপুটি প্রোগ্রাম পরিচালক জনাব মোহাম্মদ ওয়াসিম, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস হেড জনাব মোঃ মাহবুব হোসাইন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান (অবঃ),এওডব্লিউসি, পিএসসি, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও প্রিন্সিপ্যাল, ট্রেনিং একাডেমি, ট্রাস্ট ব্যাংক পিএলসি। এ কর্মসূচিতে রাঙামাটির ২৫ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করছে, যারা হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা, নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাশক্তি অর্জন করবে এবং আত্মনির্ভর বাংলাদেশ গঠনে অবদান রাখবে।
Newspaper : Economic News24